নতুন বছরে বড় পরদায় ফিরছেন মিঠুন চক্রবর্তী। ৮ জানুয়ারি মুক্তি পাবে রাম গোপাল ভর্মার পরবর্তী ছবি ‘১২ ও ক্লক’। এটি একটি সাইকোলজিকাল হরর ফিল্ম। এই ছবির প্রসঙ্গে রাম গোপাল বলেন, “ভয় একটা মানসিক বিষয়। হরর বিষয়টি সব সময়ই আমাকে টানে। তবে দর্শক যাতে আরও বেশি ভয় পান তার জন্য এই ছবিতে আমি একটা নতুন কৌশল প্রয়োগ করেছি।” এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুনকে। ছবিতে এক মনোবিদের চরিত্রে দেখা যাবে মিঠুনকে। আজই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুক পোস্টার। মিঠুনের পাশাপাশি ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে মানব কউল, মকরন্দ দেশপান্ডে, আশিস বিদ্যার্থী, আলি আজগর, দালিপ তাহিল, ফ্লোরা সাইনির মতো তারকাদের। এছাড়াও থাকবেন কৃষ্ণা গৌতম। এই ছবির মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হবে তাঁর।