গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী

গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। তার রিজেন্ট পার্ক আবাসনের বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায়। আজ এসএসকেএম হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার সুস্থতার জন্য সর্বতো চেষ্টা করছেন। উৎপলেন্দু বাবুর অনুরোধ তার অসুস্থতার খবর তার অগণিত অনুরাগী দর্শক ও প্রিয়জনদের জানাতে। উৎপলেন্দু চক্রবর্তী ১৯৪৮ সালে অধুনা বাংলাদেশের পাবনাতে জন্মগ্রহণ করেন।  স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে এম এ পাশ করেন। তিনি ছাত্রজীবনে রাজনীতিতে জড়িত ছিলেন এবং আদিবাসীদের মধ্যে সময় কাটাতেন। তিনি শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেও, তবে তার আবেগ ছিল চলচ্চিত্র। তিনি বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তারমধ্যে ময়না তদন্ত, চোখ এবং দেবশিশু উল্লেখযোগ্য।  তিনি চলচ্চিত্র পরিচালনায় রাষ্ট্রপতি পুরস্কার এবং জাতীয় কোলচিত্র পুরস্কার পেয়েছেন। তার চোখ ছবির জন্য খুশি হয়ে ছবির পোস্টার এঁকে দিয়েছিলেন স্রষ্টা সত্যজিৎ রায়। হাসপাতালের বেডে শুয়েও সেই স্মৃতি হাতরাচ্ছেন বর্ষীয়ান পরিচালক।