ইচ্ছেশক্তির কাছে সব বাধাই তুচ্ছ, সেই গল্পই বলতে আসছে ‘শ্রীকান্ত’

তুষার হিরানন্দানি পরিচালিত শিল্পপতি শ্রীকান্ত বোলা-এর বায়োপিকের ট্রেলার মুক্তি পেল। বরাবরই ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন অভিনেতা রাজকুমার রাও। এই ছবিতে শিল্পপতি শ্রীকান্ত বোলার চরিত্রে দেখা যাবে রাজকুমারকে। যখন আপনার মনে আবেগ এবং আপনার চোখে স্বপ্ন থাকে, তখন আপনার যত ত্রুটিই থাকুক না কেন, কেউ আপনাকে সফল হতে বাধা দিতে পারবে না। শ্রীকান্ত বোল্লারও তেমনই একটি গল্প রয়েছে। এপিজে আব্দুল কালামের একটা লাইন আছে… স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। এই লাইন দিয়েই শুরু হয় শ্রীকান্তের ট্রেলার। তারপর একজন যুবক বলেন যে তিনি দেশের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী রাষ্ট্রপতি হতে চান। এটি আর কেউ নয়, শ্রীকান্ত (রাজকুমার রাও)। সেখানে বসে থাকা লোকজন তাকে দেখে হাসতে শুরু করলেও এপিজে আবদুল কালাম তার কথা শুনে অবাক হয়ে যান। ট্রেলারে দেখানো হয়েছে কিভাবে অন্ধ হওয়া সত্ত্বেও শ্রীকান্ত নিজেকে দুর্বল নয় বরং শক্তিশালী মনে করেন। আলো না থাকা সত্ত্বেও, তিনি কঠোর পরিশ্রম করেছিলেন এবং ক্লাস ১২-এ তে ৯৮ শতাংশ অর্জন করেছিলেন এবং আইআইটি-তে পড়ার স্বপ্ন দেখেছিলেন। তার ইচ্ছে ছিল বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার। কিন্তু তৎকালীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান বিভাগে ব্রিল ব্যবস্থা ছিল না। পরাজয় মেনে না নিয়ে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে মামলা করেন। কঠোর পরিশ্রমের পর, শ্রীকান্ত অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পান, কিন্তু অন্ধ হওয়ার কারণে তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয় না। এর পরে, শ্রীকান্ত তার নিজের ব্যবসা শুরু করেন, যেখানে তিনি প্রতিবন্ধীদের কাজ দেন। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। আপাতত মুক্তির অপেক্ষায় ‘শ্রীকান্ত’।