দাদা আয়াজুদ্দিনের কারণে বিপাকে জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করে উত্তর প্রদেশের মুজাফফরনগরের বুধনা থানার পুলিস। পুলিস সূত্রে খবর, জাভেদ ইকবাল নামে এক ব্যক্তির সঙ্গে আয়াজুদ্দিনের কৃষি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ১২ সংশ্লিষ্ট দপ্তরে ডিএম কোর্টের একটি চিঠি জমা দেওয়া হয়। যেখানে দাবি করা হয়, জমি নিয়ে চলমান বিরোধ মিটে গিয়েছে। ২০২৩ সালের ৮ ডিসেম্বর ডিএম কোর্ট থেকে এই আদেশ জারি করা হয়েছে বলেও দাবি করেন আয়াজুদ্দিন। আয়াজুদ্দিনের চিঠি নিয়ে সন্দেহ হলে তদন্ত শুরু করে স্থানীয় পুলিস। তাতে জানা যায়, ডিএম কোর্ট এমন কোনও আদেশ জারি করেননি। অর্থাৎ এই মামলার ক্ষেত্রে ভুয়ো চিঠি দিয়ে সংশ্লিষ্ট দফতরকে বিভ্রান্ত করেছেন আয়াজুদ্দিন। মূলত, এই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে আয়াজুদ্দিন ও জাভেদ ইকবালের নামে একটি মামলা দায়ের করা হয়। ইন্ডিয়ান পেনাল কোড সেকশন ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি অভিনেতা।