অবশেষে নেহার বেবি বাম্পের রহস্যভেদ হল

মা হতে চলেছেন নেহা কক্কর! এই খবর প্রকাশ্যে আসতে শুরু হয়ে যায় জল্পনা। সম্প্রতি, নেহা নিজেই তাঁর বেবি বাম্পের ছবি দেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে তাঁর স্বামী রোহনপ্রীতকেও দেখা যায়। এই ছবি সামনে আসার পর থেকেই বিভিন্ন কমেন্ট আসতে শুরু করে। এবার নেহার বেবি বাম্পের রহস্যভেদ করলেন গায়িকা নিজেই। নেহা-রোহনপ্রীতের এই ছবিটা আসলে তোলা হয়েছে তাঁদের নতুন মিউজিক ভিডিও ‘খেয়াল রাখা কর’-এর জন্য। ২২ ডিসেম্বর তাঁদের এই নতুন ভিডিও মুক্তি পাবে।