মৃণাল সেনের জন্মবার্ষিকীর দিনেই মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবির টিজার। বাংলা ছবির কালজয়ী পরিচালক মৃণাল সেনের জীবন কাহিনী ফুটে এই ছবিতে। এই ছবিতে দেখা মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরি। টিজার দেখেই স্পষ্ট মৃণাল সেনের পরিচালক হয়ে ওঠার গল্প বলবে সৃজিতের এই ছবি। পদাতিক ছবির ঝলকে একেবারে মৃণাল সেনের চলন, বলন একেবারে অবিকল ফিরিয়ে দিলেন চঞ্চল চৌধুরী। এই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে মনামী ঘোষ, অনুজয় চট্টোপাধ্যায়, কোরক সামন্ত, জিতু কমল, প্রমুখকে। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মনামী ঘোষকে। টিজারে খানিকটা প্রকাশ পেল সেই রসায়ণ।