এন্ডোমেট্রিওসিস রোগে আক্রান্ত শমিতা শেঠি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার কথা জানিয়েছেন শমিতা শেঠি। এরই সূত্র ধরে শমিতা এন্ডোমেট্রিওসিস নামক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অস্ত্রোপচারও হয়েছে। অভিনেত্রী হাসপাতাল থেকে একটি ভিডিও তৈরি করেছেন যাতে তিনি প্রতিটি মহিলাকে সচেতন করার চেষ্টা করেছেন। ভিডিওটি শেয়ার করার সময়, অভিনেত্রী পোস্টে লিখেছেন – ‘আপনি কি জানেন যে প্রায় ৪০% মহিলা এন্ডোমেট্রিওসিসে ভুগছেন এবং আমাদের বেশিরভাগই এই রোগ সম্পর্কে জানেন না। আমি আমার উভয় ডাক্তার, ডাঃ নীতা ভার্টি এবং জিপি ডাঃ সুনিতা ব্যানার্জীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা যতক্ষণ না আমার ব্যথার মূল কারণ খুঁজে পেয়েছেন ততক্ষণ পর্যন্ত থামননি। এখন অস্ত্রোপচারের মাধ্যমে আমার রোগ দূর হয়েছে, আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব। ভিডিওটির পটভূমিতে শমিতার বোন শিল্পা শেঠির কণ্ঠ শোনা যায়। শমিতার বার্তা ক্যামেরায় বন্দি করেন শিল্পা।