লেডিস ভার্সেস রিকি বহেল’ ছবির একটি ছোটো দৃশ্য দিয়ে অভিনয় শুরু করেছিলেন পরিণীতি চোপড়া। এরপর অর্জুন কাপুরের সঙ্গে ‘ইশকজাদে’ ছবিতে স্ক্রিন শেয়ার করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন। এছাড়া বিজ্ঞাপন ও সিনেমার জন্য দেশ-বিদেশের নানা প্রান্তে শুটিং করেছেন তিনি। কিন্তু, কখনও নিজের জন্মস্থান আম্বালায় শুটিং করা হয়ে ওঠেনি। নিজের শহরে শুটিংয়ের বড়ই ইচ্ছে ছিল তাঁর। কিন্তু, সেই সুযোগ কখনও পাননি তিনি। এবার এই স্বপ্ন পূরণ করতে চলেছেন তিনি। সূত্রের খবর, আম্বালায় একটি ব্র্যান্ডের শুটিং করবেন পরিণীতি। এর মাধ্যমে ওই শহরে প্রথমবার শুটিং করতে দেখা যাবে তাঁকে। আর এই শুটিংয়ের মাধ্যমে কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটাতে পারবেন তিনি। এর জন্য খুবই আনন্দিত অভিনেত্রী।