ARRPD6 : আবার একসঙ্গে এআর রহমান-প্রভুদেবা

ফের একসঙ্গে কাজ করতে চলেছেন এ আর রহমান এবং প্রভুদেবা। মুকাবলা এবং উর্বশী সহ তামিল মুভি কাধলান এর হিট গান গুলি অসাধারণ সাফল্য লাভ করে। ২৫ বছর পরও সেই গানগুলির চর্চা তুঙ্গে। জানা গেছে, ARRPD6 নামে পরিচিত ছবিতেই একসঙ্গে আবারও দেখা যাবে তাঁদের। এই ছবিটি লেখক ও পরিচালক মনোজ এন এস-এর একটি সৃজনশীল প্রচেষ্টা। ২২ মার্চ শুক্রবার সিনেমাটির পোস্টার পোস্ট করার পাশাপাশি এই ঘোষণা দেন রহমান নিজেই। মিউজিক মেস্ট্রো যে পোস্টারটি শেয়ার করেছিলেন, তাতে ‘মুকাবলা’ গানের প্রভু দেবার একটি স্মরণীয় ছবি দেখানো হয়েছে, যার পটভূমিতে সোনালি আকাশে রহমানের একটি সোনালি সিলুয়েট সেট করা হয়েছে। ARRPD6-এর কাস্টের মধ্যে রয়েছে প্রভু দেবা, যোগী বাবু সহ মালয়ালম অভিনেতা অজু ভার্গিস এবং অর্জুন অশোকান প্রধান চরিত্রে অভিনয় করছেন। ছবিতে অভিনয় করবেন মোটা রাজেন্দ্রন এবং রেডিন কিংসলেও। মনোজ এনএস, দিব্যা মনোজ এবং ডাঃ প্রবীন এলাক দ্বারা প্রযোজনা করা হয়েছে এই ছবি। রহমান ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন। শীঘ্রই চিত্রগ্রহণ শুরু হতে চলেছে৷

https://twitter.com/arrahman/status/1771066094658175265