কোনও মেগা বা বড় পর্দায় নয়, শন বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে মিউজিক ভিডিয়ো ‘তেরা মেরা রিস্তা’য়। রিচা শর্মার সঙ্গে অভিনেতা জুটি বেঁধেছেন এই মিউজিক ভিডিয়োয়। গতকালই এই মিউজিক ভিডিয়োর পোস্টার প্রকাশ্যে এসেছে। পরিচালনায় সৌমজিত্ আদক। গীতিকার, সুরকার, শিল্পী ওম। ওমের সঙ্গে গান লেখায় জুটি বেঁধেছেন ঋষিকা সারোগি। ক্রিয়েটিভ প্রোডিউসার লাল ভাটিয়া এবং ইন্দ্রনীল মুখোপাধ্যায়। গল্প এবং চিত্রনাট্যকার সৌম্যজিত্ আদক। প্রযোজনায় ডেভিড অ্যান্ড গোলিয়াথ ফিল্মস। এই মিউজিক ভিডিয়োতে দেখা মিলবে রোম্যান্টিক শনের। তবে কর্পোরেট লুকে। কখনও তিনি পরেছেন সাদা শার্ট, টাই, ট্রাউজার্স। কখনও কাঁধে ব্যাগ নিয়ে ফর্মাল লুকে। রিচাও ভিডিয়োয় আদ্যন্ত কর্পোরেট লেডি। আগামীকাল মুক্তি পেতে চলেছে মিউজিক ভিডিয়ো ‘তেরা মেরা রিস্তা’