মুক্তি পেল পরিচালক বেহজাদ খাম্বাটার ছবি ‘এ থার্সডে’-এর ট্রেলার। ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন ইয়ামি গৌতম। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং। ছবিটি মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। ছবিতে ইয়ামি গৌতম ছাড়াও রয়েছে ডিম্পল কাপাডিয়া, নেহা ধুপিয়া, অতুল কুলকার্ণি মতো অভিনেতারাও। ছবিটি মুক্তি পেতে চলেছে ১৭ই ফেব্রুয়ারী।