পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। শুভ খবরটি নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বলিউডের প্রিয় জুটি দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধুরী। সোশ্যাল মিডিয়ার পেজে বেবি পাম্পের ছবি শেয়ার করে জানালেন তাঁদের জীবনে নতুন সদস্য আসার কথাটি। বাস্তব জীবনে তাঁদের জুটি প্রায় সকলেরই প্রিয়, তাঁর মধ্যেই আবার এই রিয়েল লাইফের জুটি রিল লাইফে জুটি বাঁধতে চলেছে। দেখা যাবে একই ছবিতে গুরমিত ও দেবিনাকে। আসতে চলেছে রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি ‘শুভ বিজয়া’, যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে।