এবার শীতের পোশাকও বিক্রি করছেন সলমন

সলমন খানের নিজস্ব ব্র্য়ান্ড বিইং হিউম্যান থেকে লঞ্চ করা হল শীতের পোশাক। কয়েকদিন আগে ‘বিইং হিউম্য়ান’ ব্র্যান্ডের টি-শার্ট পরে ছবি পোস্ট করেছিলেন সলমন। কথা দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি শীতের পোশাক আনবেন তিনি। চারিদিকে শীতের আমেজ পড়তেই কথামতো কাজ করলেন ভাইজান। শুরু হয়েছিল জিম হিসেবে। সলমন খানের ফিটনেস ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’ আজ আর শুধু ফিটনেসে সীমাবদ্ধ নেই। হাইজিন থেকে শুরু করে ক্লোদিং অবধি পৌঁছে গেছে ‘হিউম্যান’-এর হাত। এর আগে স্যানিটাইজার, ডিওডোরেন্ট, হাইজিন স্প্রে, মাস্ক, হাত ধোয়ার সাবান এই সবকিছু লঞ্চ করেছেন সলমন। শুধু তাই নয়, লকডাউনের সময় অনেক মানুষের মখু খাবারও তুলে দিয়েছে তাঁর এই ব্র্যান্ড। শীতকালের উপযুক্ত পোশাক পরে ছবি শেয়ার করেছেন তিনি। মাল্টিকালার্ড জ্যাকেটে সলমনকে যেমন স্মার্ট লাগছে, তেমনই উষ্ণ। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “যেমন বলেছিলাম, সেই কথামতো নিয়ে এলাম বিইং হিউম্যান-এর অটম-উইন্টার কালেকশন। আশা করব আপনাদের ভালো লাগবে।”