তৈমুরের চার বছরের জন্মদিনে আবেগঘন করিনা

দেখতে দেখতে চার বছর বয়স হয়ে গেল নবাব পুত্র তৈমুর আলি খান পতৌদি-র। এবছরে ছোট নবাবের জন্মদিনে বিশেষ সেলিব্রেশন থাকছে না। তবে বাদ পড়ছে না ঘরোয়া পার্টি। সকাল সকাল সোশ্যাস মিডিয়ায় পোস্ট করে ছেলেকে শুভেচ্ছা জানালেন করিনা কাপুর খান। শেয়ার করলেন একটি ছবিও। আদরের ছেলেকে টিম বলে ডাকেন করিনা। আদরের টিমকে করিনা লিখেছেন, ”সর্বদা মাথা উঁচু করে স্বপ্নপূরণের পথে ছুটে চলো। তবে সবকিছু মধ্যেও যা কিছু তোমায় খুশি দেয় সেগুলি তুমি করো। তোমার আম্মার থেকে বেশি তোমায় আর কেউ ভালোবসবে না”