পিছিয়ে গেল ‘সূর্যবংশী’ এবং ‘৮৩’-র মুক্তি

করোনার কালবেলায় বন্ধ সমস্ত সিনেমা হল। সে কারণে বহু প্রযোজক-পরিচালক ডিজিটাল প্ল্যাটফর্মেই একের পর এক নতুন ছবির মুক্তিতে রাজি হয়েছিলেন। বলিউড থেকে অন্য ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক নতুন ছবি মুক্তি পেয়েছে হটস্টার-অ্যামাজন-নেটফ্লিক্সের মতো বিভিন্ন ওটিটি অর্থাৎ ওভার দ্য টপ ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে কি বলিউডের নতুন আসন্ন ছবিগুলি সবই ওটিটি-তেই মুক্তি পাবে? বিশেষ করে বিগ বাজেট ছবি যেমন অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ এবং রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের ‘৮৩’ নিয়ে অনেকের মনেই এই প্রশ্ন জেগেছিল। পিছিয়ে গেল অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’ র মুক্তি। বৃহস্পতিবার রিলায়েন্স এন্টারটেনমেন্ট গ্রুপের সিইও শিবাশিস সরকার জানিয়েছেন, ‘একটা জিনিস একেবারে পরিষ্কার যে, ছবিটি দিওয়ালিতে মুক্তি পাবে না। তবে কবে মুক্তি তা এখনও ঠিক হয়নি। এই পরিস্থিতিতে দিওয়ালিতে ছবি মুক্তি সম্ভব না।’ বুধবারই প্রকাশিত হয়েছে আনলক ৫-এর গাইডলাইন। সিনেমা হল খোলার বিষয়ে ছাড় দিয়েছে সরকার। তবে দর্শক সংখ্যা হবে ৫০ শতাংশ। ১৫ অক্টোবর থেকে খুলে যাবে সিনেমা হল। সেই হিসেবে পিছিয়ে যাবে রণবীর সিংয়ের ‘৮৩’-র মুক্তিও। সূর্যবংশী রোহিত শেট্টির ছবি। এতে অক্ষয় কুমারের সঙ্গে ক্যাটরিনা কাইফকে ১০ বছর পর ফের একপর্দায় দেখা যাবে। ছবিতে বিশেষ ভূমিকায় রয়েছেন অজয় দেবগণ ও রণবীর সিংও। অন্যদিকে, ১৯৮৩ সালে কপিল দেবের ভারতের বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়ে আসছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবির নাম ৮৩, পরিচালর কবীর খান। আশা করা যায় আগামী বছর মার্চে হতে পারে এই দুই বিগ বাজেট ছবির মুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *