এবার ওটিটি প্ল্যাটফর্মে বাদশা, আসতে চলেছে ‘এসআরকে +’

আসতে চলেছে বলিউডের বাদশা কিং খানের নতুন ওটিটি অ্যাপ। মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেতা, ক্যাপশনে লেখা ‘কুছ কুছ হনে ওয়ালা হে, ওটিটি কি দুনিয়া মে’। আসতে চলেছে শাহরুখ খান ও তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের হাত ধরে নতুন অ্যাপ ‘এসআরকে +’। ছবিটি পোস্ট করার সাথে সাথেই শুভেচ্ছার ঢেউ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর পোস্ট করা ছবি শেয়ার করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বলিউডের অন্যতম অভিনেতা সলমন খান।