নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন বরুণ

‘ঢিশুম’ এবং ‘জুড়ুয়া ২’-এর পর ফের প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান। ছবির নাম ‘স্যাঙ্কি’। ‘স্যাঙ্কি’ একটি টানটান থ্রিলার ছবি। এই ছবিতে বরুণ ধাওয়ান একজন প্রতিবন্ধী পুলিশের ভূমিকায় অভিনয় করবেন। একটি তদন্ত করতে গিয়ে তাঁর পা-এ প্রচন্ড চোট লাগে। তাঁর পা-টি বাদ দিতে হয়। এই প্রথম প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করবেন বরুণ। স্বাভাবিকভাবেই এটা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, ‘স্যাঙ্কি’ একটি রিমেক ছবি। তামিল ছবি ‘ধুরুভঙ্গল পথিনারু’-এর রিমেক এই ‘স্যাঙ্কি’। তামিল ছবিটি সুপার-ডুপার হিট হয়েছিল। শোনা যাচ্ছে বরুণ ধাওয়ানের বিপরীতে পরিণীতি চোপড়ার কথা ভাবা হচ্ছে। জোর কদমে চলছে কাস্টিংয়ের কাজ। এই বছরের শেষে ‘স্যাঙ্কি’-র শুটিং শুরু হতে পারে।