তিক্ত সম্পর্কের মোড় ঘোরাতে ‘টনিক’-এর কাজ করবেন দেব

আট থেকে আশি সকলের মুখে হাসি ফোটাতে ‘টনিক’ নিয়ে হাজির সাংসদ অভিনেতা দেব। এই গরমের ছুটিতে যেমন এসভিএফ প্রযোজিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ আসছে তেমনই অন্যদিকে আসছে দেব-পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত টনিক। যে কোনও ছবির ঘোষণা থেকে শুরু করে প্রচার সবেতেই চমক দিতে ভালোবাসেন দেব। এ ছবির ঘোষণা যখন করেছিলেন তখন তাতেও ছিল চমক। শ্যুটিং শেষে প্রকাশ্যে এল ছবির মজাদার পোস্টার। যেখানে দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়কে খোশমেজাজে দেখা গেছে। গ্রীষ্মকালের ছুটি মানেই বাঙালি সিনেদর্শকদের জন্য নতুন ছবি। এবার সেই সময়েই পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দর্শকদের ‘টনিক’ দিতে আসছেন দেব। পরাণ বন্দ্যোপাধ্যায়-এর বিপরীতে রয়েছেন শকুন্তলা বড়ুয়া। এছাড়াও রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, নীল এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়।।  ‘সাঁঝবাতি’র প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে সহ-প্রযোজনায় ‘টনিক’ তৈরি করছেন দেব। যে ছবির মূল চরিত্রেও অভিনয় করেছেন তিনি। সম্পর্কের গল্প তো বটেই তার সঙ্গে সামাজিক বার্তাও দেবে এই ছবি। ছবিতে এক বৃদ্ধ বাবা আর ছেলের গল্প দেখানো হবে। এই বাবা আর ছেলের সম্পর্কের মধ্যে তৈরি হয় তিক্ততা। যার একমাত্র কারণ ছেলের অহমবোধ কিংবা আত্মকেন্দ্রিক স্বভাব। গুরুতর সমস্যার সূত্রপাত হয় বাবা-মা’র ৫০ বছরের বিবাহবার্ষিকী পালন নিয়ে। খুব কম খরচে কোনওমতে বাবা-মা’র বিবাহবার্ষিকী উদযাপন করার পরই নিজের বিয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান একেবারে ধুমধাম করে পালন করে সেই ছেলে। হাজার হোক, ছেলের এই ব্যবহারে মনোকষ্টে ভোগেন বাবা এবং মা। এই বাবা-মায়ের চরিত্রেই অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া। এরকমই এক তিক্ত সম্পর্কের মোড় ঘোরাতে ‘টনিক’-এর মতো কাজ করেন দেব। দেবের সাহায্যে কীভাবে নিজেদের বিশেষ দিনটি কীভাবে সুন্দরভাবে কাটাবেন পরাণ-শকুন্তলা? কীভাবেই বা বাবা-ছেলের সম্পর্কের রসায়ণ ঠিক করে দেব? এসবের উওত্তর মিলবে গ্রীষ্মে। কারণ আগামী ৮ মে মুক্তি পাবে টনিক। বেঙ্গল টকিজের পরিচালনায় এটা দেবের দ্বিতীয় কাজ। ছবির পরিচালক অভিজিৎ সেন। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন জিত গাঙ্গুলী।  গরমের ছুটিতে এবার আর মন খারাপ নয়, তার জন্য থাকছে টনিক। যে টনিকে ফিরবে সম্পর্কের হাল। আর তার দাওয়াই দেবেন স্বয়ং দেব।