বুর্জ খলিফাতে কিং খানের জন্মদিনের শুভেচ্ছা

শুধু মুম্বাই নয়, আমুরশাহীর দুবাইতেও পালিত হল বলিউড বাদশাহর জন্মদিন। গতকাল ছিল রোম্যান্স কিং শাহরুখ খানের জন্মদিন। ৫৪-তে পা রাখলেন তিনি। শুক্রবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছিল তাঁর জন্মদিনকে ঘিরে উৎসব। বার্থ ডে বয়কে দেখার জন্য মন্নতের বাইরে হাজির হয়েছিলেন অগুনতি ভক্ত। সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তার প্লাবন। শাহরুখের জন্মদিন সেলিব্রশনে পিছিয়ে থাকল না সংযুক্ত আরব আমুরশাহীর দুবাইও ৷বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের ডাউনটাউনের গর্ব বুর্জ খলিফাতেও এদিন ভেসে উঠল ‘হ্যাপি বার্থ ডে শাহরুখ’ বার্তা ৷ যা দেখে অভিভূত স্বয়ং কিং খানও ৷ সেই ভিডিও শেয়ার করলেন নিজের ফেসবুক-ট্যুইটারের পেজেও ৷